বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) শুধুমাত্র একটি দলের নয়, বরং সত্যিকার অর্থে মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর (Nurul Kabir)।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
নূরুল কবীর বলেন, “খালেদা জিয়া কেবল জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না। তিনি এমন একজন নেত্রী হয়ে উঠেছিলেন যাকে লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে তাদের ভালোবাসা, শ্রদ্ধা আর স্বীকৃতি দিয়েছে—যা দল-মত নির্বিশেষে বিরল।”
তিনি বলেন, “মানুষ ও রাজনীতিক হিসেবে খালেদা জিয়ার যে গুণটি আমাকে সবসময় আকৃষ্ট করেছে, তা হলো তার রুচিশীলতা ও পরিমিতিবোধ। এমন এক সময়ে, যখন রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও সংযমের অভাব প্রকট হয়ে উঠেছিল, তিনি ছিলেন ব্যতিক্রম। প্রতিপক্ষের আঘাত ও দুর্ভোগ সহ্য করেও তিনি প্রকাশ্যে কখনও নিজের দুঃখ, ক্ষোভ কিংবা নিন্দাসূচক মন্তব্য করেননি।”
নূরুল কবীরের ভাষ্য অনুযায়ী, এ ধরণের সংযম এবং আত্মমর্যাদা আজকের রাজনীতিতে খুবই দুর্লভ। তিনি বলেন, “দেখতে সহজ মনে হলেও, এই আত্মনিয়ন্ত্রণ, এই পরিমিতিবোধ রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে আজকের অসহিষ্ণু রাজনৈতিক বাস্তবতায়।”
স্মৃতিচারণার একপর্যায়ে খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নূরুল কবীর বলেন, “সেদিন বিএনপির একজন নেতা বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তাদের রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আমি অনুরোধ করব, বিএনপি যেন সে প্রতিশ্রুতি রক্ষা করে।”
নূরুল কবীরের বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্বের যে দিকটি উঠে আসে, তা রাজনৈতিক সংস্কৃতির শালীনতা ও সহনশীলতার প্রতিচ্ছবি হিসেবেই ব্যাখ্যা করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।


