নাগরিক ঐক্যের (Nagorik Oikya) সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna) হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তানভীর ইসলাম বলেন, “মান্না ভাই বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) সিসিইউতে রয়েছেন। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শরীরে কোনো ব্যথা নেই এবং ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে।”
তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মান্নাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মান্নাকে দ্রুত পিজি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার কালবেলাকে জানান, “ডাক্তাররা ইতোমধ্যে কিছু পরীক্ষা দিয়েছেন, যার রিপোর্ট আসার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।”
নাগরিক ঐক্য সূত্র জানায়, মান্না নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, দিনটিতে বিকেলেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় অংশ নিয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।


