আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) দলীয়ভাবে পরিচালিত তিনটি জরিপে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগের নির্বাচনী আসনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন—বিশেষত রংপুর ও খুলনা বিভাগে।
জামায়াতের নিজস্ব জরিপ অনুযায়ী,
– রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ২৫টিতেই তারা জয়ী হওয়ার আশা করছে।
– রাজশাহী বিভাগের আট জেলার ৩৯টি আসনের ১৮টিতে জয় প্রত্যাশা করছে দলটি।
– খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে ২৪টিতে ‘দাঁড়িপাল্লা’ এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে।
– সিলেট বিভাগের ১৯টি আসনের ১০টিতে,
– বরিশালের ২১ আসনের চারটিতে,
– চট্টগ্রামের ৫৮ আসনের ২৩টিতে জামায়াত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দলীয় সূত্র জানায়।
ঢাকা বিভাগের ৭০টি আসনের মধ্যে মাত্র চারটি
ময়মনসিংহ বিভাগের ২৪টির মধ্যে তিনটি আসনে জামায়াত এগিয়ে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়।
দলটির করা নিজস্ব তিন জরিপ মতে তারা ১০০-১১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।
জামায়াতের দলীয় জরিপ ছাড়াও, ব্রেইন, ইনোভেশন, ও ন্যারেটিভ নামক প্রতিষ্ঠানগুলোর জরিপেও রংপুর ও খুলনা বিভাগে জামায়াত বিএনপির চেয়ে এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে রাজশাহী বিভাগে বিএনপি ও জামায়াতের অবস্থান প্রায় সমানে সমানে বলে জরিপে উঠে এসেছে।
অন্যদিকে, এমিনেন্স অ্যাসোসিয়েটস-এর এক জরিপ অনুযায়ী, বিএনপির জাতীয় জনসমর্থন প্রায় ৭০ শতাংশ, এবং তারা ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
এই তথ্যগুলো দলীয় সমর্থন ও মাঠের বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। নির্বাচনের আগমুহূর্তে এই জরিপগুলো প্রার্থীদের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন অনেকে।


