জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)–র নীতি নির্ধারণী ফোরাম এক জরুরি বৈঠকে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান এবং সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে। তবে এখনই খালি থাকা ৪৭টি আসনের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না জামায়াতসহ ১০ দলীয় জোট।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, “কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক চলছে।”
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জামায়াতসহ ১০ দলের নেতারা আজই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনকে ১১ দলীয় জোটে ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত একমত হতে না পারলে খালি থাকা ৪৭টি আসনে ১০ দলীয় জোট নিজেদের প্রার্থী ঠিক করবে সমঝোতার ভিত্তিতে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দলীয় জোট ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করার ঘোষণা দেয়। একইসঙ্গে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
তবে শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়ে দেন, তারা ২৬৮টি আসনে প্রার্থী দিচ্ছেন এবং বাকি ৩২টি আসনে অন্য প্রার্থীদের সমর্থন জানাবেন।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, “৫৪ বছর ধরে প্রচলিত আইনেই দেশ চলছে, যা ব্যর্থ হয়েছে। আমরা বরাবরই বলে এসেছি, প্রচলিত আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি। কিন্তু যদি দেখি, রাজনৈতিক নেতৃত্ব আল্লাহর নয় বরং প্রচলিত আইন প্রতিষ্ঠার দিকেই যাচ্ছে, তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে না। আমরা জোটে থাকা ইসলামী সংগঠনগুলোকে সম্মান করি, তবে তাদের উচিত জামায়াতের এসব বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানা।”
তবে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে বলেন, “গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি সংগঠনের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমরা আমাদের ব্রিফিংয়েই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে জামায়াত সরে গেছে”— গাজী আতাউরের এই মন্তব্য পুরোপুরি অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। জামায়াতে ইসলামী হল এমন একটি সংগঠন, যা আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আদর্শের ভিত্তিতে পরিচালিত।”
গাজী আতাউর রহমানকে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর মন্তব্য না করার আহ্বানও জানান জামায়াত নেতা জুবায়ের।


