রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম মো. কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে ‘বোমা কাল্লু’ (৩৭)।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিসি মিডিয়া) তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত বছরের জুন মাসে মিরপুর পল্লবী থানায় অপহরণ ও হত্যা মামলা করা হয় মো. কাল্লু ওরফে ‘বোমা কাল্লু’র নামে।
চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে তার অবস্থানের গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার কাল্লুর নামে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুট করে আসছিল। এছাড়া পল্লবীর বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করতো।


