চট্টগ্রাম-২ এবং কুমিল্লা–১০ আসনে বিএনপি (BNP) মনোনীত দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আলাদা আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল গৃহীত হয়। আগে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও, আপিলের শুনানিতে নতুন তথ্য উপস্থাপিত হলে তা বাতিল ঘোষণা করে কমিশন। এর ফলে, এই আসনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়ে যায়।
অন্যদিকে, কুমিল্লা–১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়। তবে আপিল শুনানিতে তিনি নিজে উপস্থিত না থাকায়, অভিযোগের পক্ষে কোনো ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশন তাই তার মনোনয়নপত্র বাতিল করে।
এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন পত্রও বাতিল ঘোষণা করা হয় ঋণখেলাপির অভিযোগে। এই সব আসনে দলটির বিকল্প প্রার্থী করা হচ্ছেন তা এখনো জানানো হয়নি।


