ফেনী-৩: আপিল খারিজ, বহাল থাকল আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা

বি’\এন’\পি (BNP)-র ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের করা আপিল খারিজ হওয়ার পর কমিশনের এই সিদ্ধান্ত আসে।

রোববার আগারগাঁওয়ে ইসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে মিন্টুর পক্ষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে কমিশন। এর আগে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বরের মধ্যে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে প্রয়োজনীয় ফি জমা দেন মিন্টু। ফলে তার বিরুদ্ধে আনা দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ইসির দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি।

এই রায়ের ফলে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বি’\এন’\পি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রতিদ্বন্দ্বিতার পথে আর কোনো আইনি বাধা রইল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *