ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে তিনি ফুটবল প্রতীক গ্রহণ করেন। প্রতীক পাওয়ার পরই শুরু করেন তার নির্বাচনী প্রচারণার প্রস্তুতি।
ফুটবল প্রতীক হাতে পেয়ে তাসনিম জারা জানান, “গত কয়েকদিন ধরে খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন—আমার মার্কাটা কী হবে? আজ আমরা সেই প্রশ্নের পরিষ্কার উত্তর পেয়েছি। আমি ফুটবল মার্কায় নির্বাচন করছি।”
তিনি আরও বলেন, “আগামীকাল থেকেই আমাদের প্রচারণা শুরু হবে। আমরা যে ধরনের রাজনীতি দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে—সেই ধারাতেই আমাদের প্রচারণা চলবে। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”
তাসনিম জারা চিকিৎসক ও স্বাস্থ্য-বিষয়ক সচেতনতা কার্যক্রমে সক্রিয় একজন তরুণ মুখ হিসেবে ইতোমধ্যে অনলাইনে পরিচিতি পেয়েছেন। এবার তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক ময়দানেও নিজের অবস্থান জানান দিচ্ছেন।


