বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: একযোগে ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির নিম্নবর্ণিত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

**বহিষ্কৃতদের তালিকা

রংপুর বিভাগ
1. আ. ন. ম বজলুর রশিদ (দিনাজপুর-২)
2. জেড এম রেজয়ানুল হক (দিনাজপুর-৫)
3. রিয়াদ আরাফান সরকার রানা (নীলফামারী-৪)

রাজশাহী বিভাগ
4. পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (নওগাঁ-৩)
5. তাইফুল ইসলাম টিপু (নাটোর-১)
6. ডা. ইয়াসির আরশাদ রাজন (নাটোর-১)
7. দাউদার মাহমুদ (নাটোর-৩)
8. ইসফা খাইরুল হক শিমুল (রাজশাহী-৫)
9. ব্যারিস্টার রেজাউল করিম (রাজশাহী-৫)
10. কে এম আনোয়ারুল ইসলাম (পাবনা-৩)
11. জাকারিয়া পিন্টু (পাবনা-৪)

খুলনা বিভাগ
12. নুরুজ্জামান হাবলু মোল্লা (কুষ্টিয়া-১)
13. মনিরুল ইসলাম (নড়াইল-২)
14. অ্যাডভোকেট শহিদ ইকবাল (যশোর-৫)
15. ডা. শহীদুল আলম (সাতক্ষীরা-৩)
16. ইঞ্জিনিয়ার মাসুদ (বাগেরহাট-১)
17. খায়রুজ্জামান শিপন (বাগেরহাট-৪)

বরিশাল বিভাগ
18. আব্দুস সোবহান (বরিশাল-১)
19. মোহাম্মদ মাহমুদ হোসেন (পিরোজপুর-২)

ঢাকা বিভাগ
20. মোহাম্মদ দুলাল হোসেন (নারায়ণগঞ্জ-১)
21. মোঃ আতাউর রহমান খান আঙ্গুর (নারায়ণগঞ্জ-২)
22. অধ্যাপক মোঃ রেজাউল করিম (নারায়ণগঞ্জ-৩)
23. অ্যাড. মোহাম্মাদ আলী (টাঙ্গাইল-১)
24. লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩)
25. অ্যাড. ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫)
26. মোঃ জামাল আহমেদ চৌধুরী (নরসিংদী-৫)
27. মোঃ মুমিন আলী (মুন্সিগঞ্জ-১)
28. মোঃ মহিউদ্দিন (মুন্সিগঞ্জ-৩)

ময়মনসিংহ বিভাগ
29. রেজাউল করিম চুন্নু (কিশোরগঞ্জ-১)
30. শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)
31. সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১)
32. এবি সিদ্দিকুর রহমান (ময়মনসিংহ-১০)
33. মোঃ মোর্শেদ আলম (ময়মনসিংহ-১১)
34. মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া (নেত্রকোনা-৩)
35. মোঃ আমিনুল ইসলাম বাদশাহ (শেরপুর-৩)

ফরিদপুর বিভাগ
36. লাভলু সিদ্দিকী (মাদারিপুর-১)
37. কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা (মাদারিপুর-১)
38. মিল্টন বৈদ্য (মাদারিপুর-২)
39. নাসিরুল হক সাবু (রাজবাড়ী-২)
40. এম এস খান মঞ্জু (গোপালগঞ্জ-২)
41. সিরাজুল ইসলাম সিরাজ (গোপালগঞ্জ-২)
42. অ্যাড. হাবিবুর রহমান হাবিব (গোপালগঞ্জ-৩)

সিলেট বিভাগ
43. আনোয়ার হোসেন (সুনামগঞ্জ-৩)
44. দেওয়ান জয়নুল জাকেরীন (সুনামগঞ্জ-৪)
45. মামুনুর রশীদ (সিলেট-৫)
46. মহসিন মিয়া মধু (মৌলভীবাজার-৪)
47. শেখ সুজাত মিয়া (হবিগঞ্জ-১)

কুমিল্লা বিভাগ
48. অ্যাড. কামরুজ্জামান মামুন (ব্রাহ্মণবাড়িয়া-১)
49. কাজী নাজমুল হোসেন তাপস (ব্রাহ্মণবাড়িয়া-৫)
50. কৃষিবিদ সাইদুজ্জামান কামাল (ব্রাহ্মণবাড়িয়া-৬)
51. ইঞ্জি. আব্দুল মতিন (কুমিল্লা-২)
52. আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭)
53. এম এ হান্নান (চাঁদপুর-৪)

চট্টগ্রাম বিভাগ
54. অ্যাড. মিজানুল হক চৌধুরী (চট্টগ্রাম-১৪)
55. শফিকুল ইসলাম রাহী (চট্টগ্রাম-১৪)
56. লিয়াকত আলী চেয়ারম্যান (চট্টগ্রাম-১৬)
57. কাজী মফিজুর রহমান (নোয়াখালী-২)
58. প্রকৌশলী ফজলুল আজীম (নোয়াখালী-৬)
59. ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব (নোয়াখালী-৬)

**দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় এই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো। দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দল ছাড় দেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *