‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেটে মাজার এলাকা

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান (Tarique Rahman) মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে সিলেটে অবস্থান করছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরান (র.)–এর মাজার জিয়ারত করেন।

তার আগমন উপলক্ষে সিলেট শহরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মাজার এলাকা ও আশপাশ ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় জমে তাকে একনজর দেখার জন্য।

মাজার জিয়ারত ও আত্মীয়তার টান
শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের পর তারেক রহমান যান শাহ পরান (র.) মাজারে। সেখান থেকে তিনি সরাসরি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যান, যা তার স্ত্রী জুবাইদা রহমান (Zubaida Rahman)-এর পৈতৃক গ্রাম। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রাখা হয়।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমান বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান ও প্রাক্তন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার সকালেই
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের অংশগ্রহণে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ দিয়েই শুরু হবে তার আনুষ্ঠানিক নির্বাচনী সফর। খালেদা জিয়াও অতীতে এই মাঠ থেকেই গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন—এমন ঐতিহাসিক পরিপ্রেক্ষিত মাথায় রেখেই জায়গাটি বেছে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *