যারা জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভায় তাদের হেদায়েত চাইলেন মণি

যারা ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভায় মোনাজাতে তাদের হেদায়েত চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম মণি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘কিয়ামতের দিনের মালিক আল্লাহ তায়ালা। সেই দায়িত্ব যদি কেউ নেই, তাহলে সে শিরক করলো। আমরা শিরককারীদের সঙ্গে থাকতে পারি? আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, আমিন।’

তিনি আরও বলেন, ‘যারা বলে, রোজা আর পূজা এক – তাদের হেদায়েত দান করো। যারা শিরক করে পৃথিবীতে বেহেশত দিতে চায়, তাদের হেদায়াত দেও। তাদের দ্বীনের পথে নিয়ে আসো। আল্লাহ-সকল ক্ষমতার উৎস তুমি, এটা আমরা বিশ্বাস করি। আর এটা যারা বিশ্বাস করে না, তাদেরকে হেদায়েত দান করে সবাইকে ধানের শীষের পক্ষে নিয়ে আসো।’

বেতাগী বাসীর উদ্দেশে তিনি বলেন, ‘বেতাগী কখনোই আমার নির্বাচনি এলাকা ছিল না। আমি এই প্রথম এসেছি। ৩১ বছর নয় মাস বয়সে আমি প্রথম এমপি হয়েছি। আর আমার বয়স এখন ৭২ ছুঁইছুঁই। আমি পাথরঘাটায় কী কী উন্নয়ন করেছি, আপনারা একটু ঘুরে দেখে আসুন, তারপর আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত নিন। বামনা এবং পাথরঘাটা উপজেলার কোনো মানুষ যদি আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তাহলে আমাকে আপনাদের ভোট দিতে হবে না। কিন্তু যদি আমার সম্পর্কে ভালো বলে তাহলে আপনারা আমাকে ভোট দিবেন।’

তিনি আরও বলেন, ‘আমি বেতাগীর এমপি ছিলাম না। তারপরও বরগুনা-বেতাগীর সড়ক আমি করেছি। প্রথমে এলজিইডি থেকে ৫ কোটি টাকা বরাদ্দ এনেছি। এরপর বাকি কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করেছি। বেতাগীর মোশারেফ হোসেন ডিগ্রি কলেজের এমপিওভুক্ত আমি করেছি। কাউনিয়া কলেজের এমপিওভুক্ত আমি করেছি। সকল বিপদে-আপদে আমি আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। এই বেতাগী থেকেই আমি আমার উন্নয়নের অগ্রযাত্রা শুরু করব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *