রাজধানীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপির মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা শুরু করে প্রার্থীরা।

এদিন মিরপুর-১২ তে প্রচারণা করতে দেখা যায় ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে। তিনি বলেন, ‘এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাদের উন্নয়নে কাজ করবো। বিনা মূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে। সরকার গঠন করতে পারলে পরিকল্পনা বাস্তবায়ন করবো।’

পাশাপাশি রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী তানভীল আহমেদ রবিন।

এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে এখন সন্ধ্যা ৬টায় শুরু হবে। বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত জনসভাটি অনুষ্ঠিত হবে ভাষানটেকের বিআরবি মাঠে।

এর আগে, গতকাল থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। মানুষের কাছে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন । ৭ জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা-১৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *