ছাত্রদলে যোগ দিলেন খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

আনুষ্ঠানিকভাবে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের কাছে প্রাথমিক সদস্য ফরম হস্তান্তর করেন আজাদ। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

২৪ জুলাই আন্দোলনে খুলনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাজ্জাদুল ইসলাম আজাদ। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর মুখ্য সংগঠকের দায়িত্বে নিযুক্ত হন।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব সরকার, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান, সাবেক মুখপাত্র টি এম মুশফিক সাদ, সাবেক জ্যেষ্ঠ মুখ্য সংগঠক জুবাইর আল ইসলাম সেজান, সাবেক সদস্যসচিব রাহাত তালুকদার, সাবেক যুগ্ম সদস্যসচিব মোহাইমেন তামিম, সাবেক সহমুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, সাবেক যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান সাবিত, সাবেক যুগ্ম আহ্বায়ক মুমিত হাসান, সাকিব ও সাব্বির খন্দকার এবং সাবেক সংগঠক সাদমান জাহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন, তাদের একাংশ আজ বিএনপির পতাকাতলে এসেছেন। আমি তাদের দল ও নিজের পক্ষ থেকে স্বাগত জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *