ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটেছে। উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা (Hasnat Mahmud Talha)–র নেতৃত্বে দলটির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ-৯ আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী (Yaser Khan Chowdhury)–র হাতে ধানের শীষের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, “নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন—এটা একটি বড় মাইলফলক। আমরা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।”
তিনি আরও বলেন, “সংসদ নির্বাচনে যদি ধানের শীষ জয়ী হয়, তাহলে দেশ আবারও উন্নয়নের পথে অগ্রসর হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি নান্দাইলবাসীর দল-মত নির্বিশেষে ঐক্যের প্রতীক হয়ে উঠুক।”
এই বিএনপি প্রার্থী আরও বলেন, “ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। কেউ যেন নির্দেশের অপেক্ষায় না থাকে—এখনই সময় মাঠে নামার। ঘরে ঘরে পৌঁছে গিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।”
উল্লেখযোগ্য যে, যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি থেকে বিএনপিতে এ ধরনের বড়সড় যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


