সকাল থেকেই পলোগ্রাউন্ডের জনসভাস্থলে জমা হচ্ছে নেতা-কর্মীরা

দীর্ঘ ২০ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে এসেছেন তারেক রহমান (Tarique Rahman)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরে পৌঁছানোর পর রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই তার প্রথম নির্বাচনি জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে নগরীর পলোগ্রাউন্ড মাঠ।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল, স্লোগান আর ঢোলের বাদ্য নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন পলোগ্রাউন্ডে। একে একে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে লাঠি-বাঁশি ও জাতীয় পতাকা হাতে জড়ো হন হাজারো সমর্থক। মাঠজুড়ে চলে স্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে উদ্দীপনার সঞ্চার।

পলোগ্রাউন্ডে আজ সকাল সাড়ে ১১টায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই মাঠ পুরোপুরি ভরে যায় দলীয় নেতাকর্মীদের ভিড়ে। শেষ মুহূর্তে চলছে স্টেজ, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তার প্রস্তুতি।

পলোগ্রাউন্ডের এই জনসভা শেষ করে বিকেল ৪টায় তিনি অংশ নেবেন ফেনীর পাইলট স্কুল খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে।

এরপর তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন। কুমিল্লায় আরও দুটি জনসভায় উপস্থিত থাকবেন তিনি।

সেখান থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

একদিনে ছয়টি জনসভায় অংশগ্রহণের এই পরিকল্পনা ঘিরে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তবে সকাল থেকেই চট্টগ্রামে নেতাকর্মীদের ঢল এবং জনসভাস্থলে জনস্রোত এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *