পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানান, “আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোরশেদ জ্যোতি।
পাবনা-১ আসনের ‘ধানের শীষ’ প্রার্থী ভিপি শামসুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল সাত্তার জিন্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহানুর আলম পিন্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজনু। এছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি মজনু উপস্থিত ছিলেন।
ভিপি শামসুর রহমান বলেন, “এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। আমরা আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে চাই।”


