যাকে খুশি তাকে ভোট দিন, তবে স্বাধীনতাবিরোধীদের নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দেশ আপনাদের। আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে স্বাধীনতাবিরোধীদের নয়। তাদের হাতে দেশটা তুলে দিয়েন না।’

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলায় নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কী একটা পৃথিবী, আপনারা ভাবতে পারেন, একবিংশ শতাব্দীতে এসে যেখানে ধর্মের কারণে একজন আরেকজনকে হত্যা করে। শিশুকে আছড়ে ফেলে দেয়, নিরস্ত্রের ওপর গুলি চালায়, আক্রমণ করে সেই পৃথিবী তো আমরা দেখতে চাই না। আমরা একটা ভালোবাসার পৃথিবী চাই। সুন্দর পৃথিবী চাই। যেখানে ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করা কোনোমতেই গ্রহণযোগ্য না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখন একটা সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে সেই সুযোগ। নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার চাই, যে সরকার পার্লামেন্টে গিয়ে বাংলাদেশি মানুষের প্রতিনিধিত্ব করবে। ধর্মবর্ণের কোনও বিভেদ করবে না, হিংসা ছড়াবে না।’

তিনি বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশের একটা আমূল পরিবর্তন আনতে চাই। নারীদের ক্ষমতায়ন করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড দেবো। এর মাধ্যমে একজন নারী পরিবারের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সীমিত মূল্যে পাবেন। কৃষিকার্ডের মাধ্যমে কৃষক পাবেন ন্যায্যমূল্যে বীজ সার কীটনাশক এবং তাদের উৎপাদিত কৃষি পণ্যের উপযুক্ত দাম। বেকারত্ব দূর করতে আমাদের কর্মসূচি হচ্ছে নির্বাচিত হওয়ার ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান।’

সালন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম মওলা চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *