ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান (Tarique Rahman)। আগামী ২৭ জানুয়ারি তিনি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। তাঁর এই আগমন ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জনসভাকে সফল করার লক্ষ্যে আজ রোববার সকালে ময়মনসিংহ মহানগর বিএনপি (BNP)-র উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হল মোড়ের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
সভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা, দলের শীর্ষ নেতারা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতারা তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে ‘ঐতিহাসিক জনসমুদ্রে’ পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল নেতাকর্মীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে আহ্বান জানান।
সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সার্কিট হাউস মাঠে যান এবং জনসভার প্রস্তুতির অগ্রগতি ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন—
– আবু ওয়াহাব আকন্দ: সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী
– ওয়্যারেছ আলী মামুন: জামালপুর সদর আসনের প্রার্থী
– ডা. মাহবুবুর রহমান লিটন: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী
– মোতাহার হোসেন তালুকদার: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)
– ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন: ময়মনসিংহ-৩ (গৌরীপুর)
– ফখরুদ্দিন আহমেদ বাচ্চু: ময়মনসিংহ-১১ (ভালুকা)
– আক্তারুজ্জামান বাচ্চু: ময়মনসিংহ-১০ (গফরগাঁও)
এছাড়া প্রস্তুতি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহমেদ বুলু, এ কে এম মাহবুবুর রহমানসহ দলীয় অন্য নেতৃবৃন্দ।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি জেলা ও উপজেলা ইউনিট এই জনসভাকে ঘিরে কর্মসূচি, প্রচার ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।


