এবার দক্ষিণাঞ্চলের ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষ করে এবার দক্ষিণাঞ্চলের ৮ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি তিনি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় সফর করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভাগুলোতে বক্তব্য রাখবেন।

ডা. শফিকুর রহমানের এই সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar), যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

উল্লেখ্য, এর আগে জামায়াত আমির দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শেষে ফিরে এসেছেন এবং এবার দক্ষিণাঞ্চলে দলীয় প্রচার ও জনসম্পৃক্ততা বাড়াতে এই কর্মসূচি গ্রহণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *