কুমিল্লা-৪: জামায়াত জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত (Jamaat)-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান (Mawlana Mojibur Rahman)।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর। গণসংযোগ চলাকালে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমরা আমাদের জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে একক মনোনয়নের ভিত্তিতে কাজ করছি। শাপলা কলিকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।”

প্রার্থীতা প্রত্যাহার না করেও একাত্মতা

এর আগে, গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তখন তিনি জানিয়েছিলেন, “দলীয় সিদ্ধান্তের কারণে আমি প্রার্থীতা প্রত্যাহার করি নাই।”

তবে এখন সেই দলের সিদ্ধান্ত মোতাবেক মাঠে নেমে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন মাওলানা মজিবুর রহমান। তিনি আরও বলেন, “আমাদের একটাই লক্ষ্য—এই আসনে জো’\টের প্রার্থীকে বিজয়ী করা। শাপলা কলি শুধু একটি প্রতীক নয়, এটি আমাদের ঐক্যের পরিচায়ক।”

এদিকে স্থানীয় পর্যায়ে তার এই ঘোষণার পর জোটের কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণসংযোগে দু’জন প্রার্থীর একত্রিত উপস্থিতি শাপলা কলি প্রতীকের জো’\টগত অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *