অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম কিন্তু তা করিনি। আমরা সরকার গঠন করলে কী করব মানুষ তা জানাতে চায়, সমালোচনা না। অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নামে বদনাম করা হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপির নামে শুধু বদনামই করে যাচ্ছে অন্যরা। যে যাই বলুক কিছু যায় আসে না। মানুষের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, গত দুই-তিন দিন ধরে কয়েকটি দল বলছে, বিএনপি নাকি ধোকা দিচ্ছে। মানুষকে ধোকা দিয়ে আমাদের লাভ কী? মানুষের কাছে তো বিএনপিকে আসতে হবে। বিএনপি তো মানুষের রাজনীতি করে।

সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএনপিতো বলেনি পুরো মাসের বাজার করার টাকা দেবে। তবে পুরো মাসের সহায়তা দিতে না পারলেও ৭/১০ দিনের সহায়তা দিতে চেয়েছে সরকারে এলে। কৃষি কার্ড নিয়েও নাকি বিএনপি ধোকা দিচ্ছে বলছে। চেষ্টা তো করতে পারি। না পারলে তো পরে বলতে পারবেন। জনসভায় ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, অনেকে অনেক কথা বলছেন, তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তারা আবল-তাবল বলছে।

ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে যেতে হবে, সকাল সকাল সময়মতো ভোট দেবেন। ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে হবে। কেউ যেনো ভোট জালিয়াতি করতে না পারে। ষড়যন্ত্র করতে দেয়া যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *