দীর্ঘ যানজটে নেতাদের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আগেরদিন রোববার ১০ দিনব্যাপী নির্বাচনী সফর শুরুর ঘোষণা দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে তাদের পদযাত্রা শুরু হচ্ছে। সোমবার শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি।
অনিবার্য কারণে নির্বাচন পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বার্তায় জানিয়েছেন, দীর্ঘ যানজটে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, অপেক্ষমাণ সাংবাদিকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। পরিবর্তিত শিডিউল মোতাবেক, নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামের কবর জিয়ারত করতে যাচ্ছেন।
প্রসঙ্গত, মোহাম্মদ ওয়াসিম আকরাম ২০২৪ সালের অভ্যুত্থানের সময় ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষে নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়তেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।


