“ভোলায় এখন আমি সবার”—গণভোটে ঢিলেঢালা প্রচারণা নিয়ে মন্তব্য পার্থর

ভোলা-১ (Bhola-1) সদর আসনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (Bangladesh Jatiya Party – BJP) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partho) বলেছেন, ভোলায় তিনি এখন কোনো দলের বা মার্কার নন—তিনি সবার। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ভোলা জেলা শহরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, “আলহামদুলিল্লাহ, জনগণের অনেক সাড়া পাচ্ছি। আমি যেদিন থেকে ভোলায় এসে ক্যাম্পেইন শুরু করেছি, সেদিন থেকেই বিএনপি আমাকে সমর্থন করেছে এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ভোলার পরিস্থিতি অন্যান্য আসনের মতো নয়। গত ১৭ বছরে এখানে আমাদের পারিবারিক অবস্থান ছিল বলেই, আজ আমি ভোলায় দলের না, মার্কার না—আমি সবার। সবাইকে একসঙ্গে রাখাই এখন আমার স্লোগান।”

এ সময় গণভোট প্রসঙ্গে পার্থ বলেন, “আমি জুলাইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই সনদকে সাংঘাতিকভাবে সম্মান করি। তাই গণভোটের পক্ষে আছি।” তবে বাস্তবতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “সরকারের তরফ থেকে হোক বা রাজনৈতিক দলগুলোর—আমি ফিল্ডে নেমে গণভোটকে ঘিরে সেরকম ক্যাম্পেইন দেখছি না।”

তিনি ইঙ্গিত করেন, ভোটারদের মনোযোগ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতার দিকেই বেশি, গণভোট নিয়ে মাঠে কোনো বিশিষ্ট কার্যক্রম বা আগ্রহ তেমন লক্ষ্য করা যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *