আমাদের নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে : নুর

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ও বাজারঘাটে দেখা হলে তাদের সাথে নানা ধরণের সংঘাত ও ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট দিয়ে যাওয়ার পথে আমাদের কর্মী রাকিবকে অতর্কিতভাবে হামলা করে মোটর সাইকেল ভাঙচুর করে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। গতকাল সোমবার রাতে দশমিনা উপজেলার চরবোহান ইউনিয়নে বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হামলা এবং অফিস ভাঙচুরের বিষয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুর বলেন, গতকাল সোমবার আমি নিজে আলিপুরা গেছিলাম। আমি যখন গণসংযোগ করছিলাম আমাদের উপস্থিতিতে আমাদের কর্মী চান মিয়াকে মারধর করা হয়। পরে বলে টাকা পাবে।

কিন্তু টাকা পাবে এর আগে কি করেছিল? এর পূর্বে চরকপালবেড়াও আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছিল। চরকাপলবেড়া ও চরবোরহানগুলোতে ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে। এ ভূমিদস্যুরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আশ্রয়ে রয়েছে। তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যেসকল সুবিধাভোগী রয়েছে এসব ক্ষেতে চেয়ারম্যান মেম্বরদেরকে ভয়ভীতি দেখিয়ে তারাই নিয়ে গিয়েছে।

অনেকেউ ভয়ে মুখ খুলতে পারেনি।’ নুর বলেন, চরবোরহানে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তারা অতর্কিত হামলা করে এবং গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথেই পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেদের অফিস নিজেরাই ভাঙচুরের একটি নাটক সাজায়। পরে তাদের নিজেদের করা একটি ভিডিও বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে প্রচার করায়।

তিনি সংবাদকর্মীদের নির্বাচনকালীন সময় সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করার আহ্বান জানান। পরবর্তীতে ভুল সংবাদ প্রচারের জন্য সংবাদকর্মীরাই দায়ী থাকবেন বলে মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *