খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষের বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায় (Chakma Community)–এর সহস্রাধিক তৃণমূল মানুষ ও বিশিষ্টজন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএনপি (BNP)-তে যোগ দিয়েছেন। জেলা শহরের টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে দলের সঙ্গে যুক্ত হন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক এবং খাগড়াছড়ি জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া (Wadud Bhuiyan)। নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখব। একজন মানুষ হিসেবে আপনাদের পাশে থাকব সর্বদা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং মহিলা দলের জেলা সভানেত্রী কুহেলী দেওয়ান প্রমুখ।

সংশ্লিষ্টরা মনে করছেন, চাকমা সম্প্রদায়ের এই বৃহৎ অংশের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে খাগড়াছড়ির নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হলো। এতে পাহাড়ি অঞ্চলের মূলধারার রাজনীতিতে আরও সুসংহত ভূমিকা রাখবে বিএনপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *