নরসিংদী-২: ব্যালটে ‘দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে ইসিতে জামায়াতের চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি (Bangladesh Jamaat-e-Islami) নরসিংদী-২ আসনের ব্যালট পেপার থেকে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁ’\ড়ি’\পা’\ল্লা’ বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশনের প্রতি। বিষয়টি নিশ্চিত করেছেন আসনটির ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার (Golam Sarwar Tushar)।

গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানায় জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নরসিংদী-২ আসনে দলটি নিজের প্রার্থী মনোনয়ন দিয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে পরবর্তীতে আসনটি ছেড়ে দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারোয়ার তুষারের জন্য।

তবে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় জামায়াতের মনোনীত প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। ফলে ইসির প্রক্রিয়াগত কারণে ব্যালট পেপারে জামায়াতের প্রতীক ‘দাঁ’\ড়ি’\পা’\ল্লা’ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বিষয়ে চিঠিতে বলা হয়, বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতার প্রতি সম্মান জানিয়ে নরসিংদী-২ আসনের ব্যালটে ‘দাঁ’\ড়ি’\পা’\ল্লা’ প্রতীকটি না রাখার ব্যবস্থা গ্রহণ করা হোক। নির্বাচন কমিশনের নিকট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সারোয়ার তুষার এক ফেসবুক পোস্টে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি আদর্শিক দল। তারা জোটের প্রতি শতভাগ কমিটেড। অনাকাঙ্ক্ষিত কারণে মনোনয়ন প্রত্যাহার না করতে পারায় প্রতীক রয়ে গেছে, তবে এর ফলে যেন ভোটারদের মধ্যে বিভ্রান্তি না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “জোটের সকল ভোট যেন এক বাক্সে পড়ে, তার জন্য জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে একটি চিঠির মাধ্যমে ইসিকে অনুরোধ করা হয়েছে যাতে শুধুমাত্র শাপলা কলি প্রতীক রাখা হয়। এতে জোটের ঐক্য আরও সুদৃঢ় হবে।”

এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *