রায়েরবাজার বধ্যভূমিতে দেখা মেলেনি আওয়ামী লীগ-জামায়াতের

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। তবে সেখানে দেখা মেলেনি ক্ষমতা হারানো আওয়ামী লীগের। আসেনি আরেক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই রায়েরবাজার বধ্যভূমি এলাকায় শ্রদ্ধা নিবেদন করতে শুরু করেন সাধারণ মানুষ।

বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারেও হাজারও মানুষ শ্রদ্ধা নিবেদন করেন রায়েরবাজার শহিদ বেদিতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে আওয়ামী লীগ সমর্থিত বুদ্ধিজীবীদের ভিড় থাকে। তবে এবার তাদের দেখা নেই।

আওয়ামী লীগ ঘরনার একজন মুক্তিযোদ্ধা পরিচয়ে রায়েরবাজার এলাকায় আসলে সাধারণ মানুষের রোষানলে তাকে বধ্যভূমি এলাকা ত্যাগ করতে হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে বদ্ধভূমি স্মৃতিসৌধে বিভিন্ন দলের ব্যানারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সূর্যোদয়ের প্রথম প্রহরে বদ্ধভূমি স্মৃতিসৌধে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদপুর থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বিএনপি ছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী দল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *