`বাংলাদেশ` লেখা ব্যাগ নিয়ে লোকসভার অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী

‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে লোকসভার অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধীর বিতর্কিত উপস্থিতি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ বহন করে লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার মাধ্যমে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পার্লামেন্টে যাওয়ার সময় তিনি যে ব্যাগ বহন করেন, তার এক পাশে লেখা ছিলো—“স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ” এবং অন্য পাশে হিন্দি ভাষায় লেখা ছিলো—“বাংলাদেশ: হিন্দু ও খ্রিষ্টানদের পাশে দাঁড়ান।”

কংগ্রেসের আরও অনেক জনপ্রতিনিধির কাছেও একই ধরনের ব্যাগ দেখা যায়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে, তা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস এমপিরা পার্লামেন্ট ভবনের বাইরে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে একটি বক্তব্য দেন। তিনি বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের উচিত আন্তর্জাতিক মঞ্চে জোরালো ভূমিকা পালন করা।

কংগ্রেস নেত্রীর এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যেই ভারতীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি সমর্থন হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করছেন।

এ ঘটনা দুই দেশের মধ্যকার রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *