সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার রাতে তাদের আটক করার পর সোমবার বিএসএফ তাদের ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা গেছে। তবে, তাদের ওই থানায় রাখা হয়েছে নাকি কারাগারে পাঠানো হয়েছে, সে বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “আমরা বিষয়টি শুনেছি। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, আটক শ্রমিকদের কয়েকজনের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানার চেষ্টা করেছেন। জানা গেছে, আটক ব্যক্তিরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
তবে সীমান্তে তারা কেন গিয়েছিলেন এবং কীভাবে বিএসএফ তাদের আটক করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি ইউপি সদস্য আব্দুল মান্নান।