জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। এখন মাত্র ৬ মাস হলো, অথচ সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে গিয়ে ঘুমাতে হবে।”
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, “আওয়ামী লীগের সমর্থকদের সাথে মিলে বিএনপির কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। দলে নতুন লোক যুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনীতি নয় এবং এই ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
তিনি বলেন, “গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে ঠিকই, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র এখনও চলমান। তাই সকলকে সতর্ক থাকতে হবে। চোখ ও কান খোলা রাখতে হবে। রাজপথে আন্দোলনের ডাক এলে আবার রাজপথে নামতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে যেকোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। গত ১৭ বছরের দুঃশাসন আমরা ভুলিনি। আমরা শেখ হাসিনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি, তার নানা অন্যায় ও অত্যাচার সহ্য করেছি, কিন্তু তার শাসন কখনোই মেনে নিইনি। দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী দল যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
অনুষ্ঠানে ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এবং ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনসহ আরও অনেকে।