এবার ভারতীয় গণমাধ্যমে আজগুবি দাবি: আওয়ামী লীগ সরকার পতনের চক্রান্তে জড়িত ছিল পলক-সাদ্দাম-আনিসুলরা!

গত ৫ই আগস্টের পর থেকেই চলছে বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। ভারতের সরকার বা তাদের মিডিয়া কোনো ভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশকে তাদের গোয়েন্দা ব্যর্থতা , মেনে নিতে পারছে না বাংলাদেশে তাদের একমাত্র বন্ধু ফ্যাসিস্ট হাসিনার পতন। সেই ব্যর্থতায় মলমের আশায় আবার কখনোবা তাদের পুরানো বন্ধু হাসিনাকে পুনর্প্রতিষ্ঠা করতে একের পর এক ফেঁদে চলেছে নানা মুখরোচক কাহিনী।

এবার ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা’র রিপোর্টেও উঠে এলো এমনি এক মুখরোচক কল্পকাহিনী।

ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা’র রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। আজতকের দাবি , সেই গোয়েন্দা রিপোর্টের বরাতে দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভিতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল।

আজতক বাংলা’র দাবি, গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেই সময়ে বিএনপি, জামাত, কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীও চক্রান্তের অংশ ছিলেন। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম এই তালিকায় এসেছে।

আজতক বাংলা’র দাবি, গোয়েন্দা রিপোর্টে বিশেষ করে আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তাদের দাবি, এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাও এই চক্রান্তের বিষয়ে অবগত ছিল এবং তাদের কাছ থেকেও কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছিল।

তবে আজতক বাংলা কোন সূত্রে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়েছে বা এমন রিপোর্টের জন্ম দিয়েছে সে বিষয়ে তারা ভারতীয় গণমাধ্যমের বর্তমান কালের ধারা বজায় রেখে কিছু জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *