দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে চায়, তবে তার আগে অপরিহার্য সংস্কারগুলো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে। এ বিষয়ে দলটির পক্ষ থেকে চলতি বছরের ৫ আগস্ট নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় করার উদ্দেশ্যেই প্রস্তাবিত।
এই প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি তাঁর মতামত জানিয়েছেন।
নাহিদ ইসলামের মন্তব্য
একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হতে পারে। এমনকি ২০২৬ সালেও এই তারিখটি গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি এতে কোনো বিরোধ দেখি না।”
পদত্যাগ ও নতুন দলের প্রসঙ্গ
সাক্ষাৎকারে নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলে যোগদানের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে তিনি বলেন, “উপদেষ্টা হিসেবে আমরা এখনো সরকারি কাজে মনোযোগী আছি। তরুণরা নতুন দল গঠনের কাজে ব্যস্ত থাকলেও আমাদের পদত্যাগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব প্রসঙ্গ
নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম জানান, “এ বিষয়ে এখনো আমি ভাবিনি। আমাকে পর্যালোচনা করতে হবে, আমি কোথায় ভালো পারফর্ম করতে পারব কিংবা কোথায় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সরকারে থাকা কিংবা মাঠে সক্রিয় ভূমিকা পালন, কোনটি আমার জন্য উপযুক্ত হবে তা গভীরভাবে ভেবে সিদ্ধান্ত নেব।”