গত বছরের জুলাই আগস্টের গণআন্দোলনের মুখে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তাদের আর কোথাও প্রকাশ্যে দেখা মেলেনি। মাঝে মাঝে হাসিনার বেশ কয়েকটি ফাঁস হয় ফোনকলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরালেও শেখ রেহানা ছিলেন সম্পূর্ণ আড়ালে। তবে আজ সোমবার (২রা ফেব্রুয়ারী, ২০২৫) শেখ রেহানার একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
ছবিতে দেখা যায়, শেখ রেহানা লন্ডনে একটি সোফায় বসে হাতে কাপ ধরে হাসিমুখে বসে রয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ রেহানার ছবিটি শেয়ার করেন জুলকারনাইন সায়ের লেখেন, “এ যেন পিশাচের হাসি ছবি”
ছবির বিবরণে তিনি উল্লেখ করেন:
ছবি: শেখ রেহানা
স্থান: লন্ডন
সময়: ডিসেম্বর ২০২৪।