মাহফুজ-নাহিদকে নিয়ে ফাহাম আব্দুস সালামের পোষ্ট

মাহফুজ-নাহিদদের ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার উপদেষ্টা মাহফুজ-নাহিদদের পক্ষে জবাব দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ জবাব দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আপনারা খুব সহজেই ভুলে যান এ ছেলেগুলো কী করেছিল ৬ মাস আগে। আমি ভুলিনি। যারা একটা মানুষকে তার সারা জীবনের কাজ বাদ দিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস আর ভুয়া ফোটোকার্ড দিয়ে বিচার করেন- আমি তাদের দলে নই। ইয়েস এই ছেলেদের অনেক চিন্তা ইমম্যাচিওর। তো আপনারা ২৮ বছর বয়সে কী ছিঁড়ছিলেন?

তাজাখবরের পাঠকের জন্য পোস্টটি তুলে ধরা হলো :

‘মাহফুজকে নিয়ে গালাগালির নহর বইছে। ডানে-বামে আক্রমণ।

আপনারা খুব সহজেই ভুলে যান এই ছেলেগুলা কী করেছিল ৬ মাস আগে। আমি ভুলিনি। যারা একটা মানুষকে তার সারা জীবনের কাজ বাদ দিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস আর ভুয়া ফোটোকার্ড দিয়ে বিচার করেন- আমি তাদের দলে নই। ইয়েস এই ছেলেদের অনেক চিন্তা ইমম্যাচিওর। তো আপনারা ২৮ বছর বয়সে কী ছিঁড়ছিলেন?

মাহফুজ-নাহিদদের আমি একটাই কথা বলবো : ভয় পাবেন না। পাবলিক ওপিনিয়ন নিয়ে মন খারাপ করবেন না। ডু দ্য রাইট থিং অ্যান্ড বি অনেস্ট। মিথ্যা বলবেন না।

বাংলাদেশের সব পক্ষ যাকে গালিগালাজ/ট্রল করেছে এমন ব্যক্তিদের লিস্টে টপে থাকা একজনের থেকে শুনতে পারেন এবং বিশ্বাস করতে পারেন। দিস টু শ্যাল পাস।

আপনারা এন্টারটেইনার না। মানুষ গালি দেবেই। খালেদা জিয়ার মতো ভদ্র মানুষ বাংলাদেশে খুব বেশি জন্ম নেয় নাই। হেন কোনো গালিগালাজ ও ইনোএন্ডো নেই – যেটা তার দিকে ছোড়া হয়নি। এ দেশের মানুষ অপরকে অপমান করে ও ঈর্ষা করে যে স্বস্তি পায়- সে স্বস্তি আর কোথাও পায় না। নীচ মানুষদের নির্ভেজাল আনন্দের উৎস হলো হেনস্তা। সবার প্রতি সমান গালিগালাজ ও ঘৃণা হলো এই মুল্লুকে নিরপেক্ষতার য়ার্ডস্টিক। আপনাদের দিকেও আসবে।

ভুল থেকে শিখুন বাট কাচড়াদের গালিগালাজে ভড়কে যাবেন না। এই দেশের মানুষ রাষ্ট্রের ফান্ডামেন্টাল কাজ কী – এটাই বোঝে না। কাজেই যারা জানে না যে তারা কিছুই জানে না- তারা গালিগালাজই করবে। আইন রক্ষা করুন ও ন্যায়পরায়ণ হন। ডু দ্য রাইট থিং। পপুলিস্ট হতে গেলে আম-ছালা সব যাবে। কোনো দিন মন খারাপ করবেন না। আল্লাহ আপনাদের সবার প্রতি সহায় হোন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *