অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ ২০ ফেব্রুয়ারি জারি করা হয়, যা ২ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (Directorate of Secondary and Higher Education) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কোটা সংরক্ষণ ও প্রয়োজনীয় নথিপত্র
এই নীতিমালার আওতায়, মুক্তিযোদ্ধা (Freedom Fighter) বা শহীদ মুক্তিযোদ্ধা (Martyr Freedom Fighter) পরিবারের সন্তান এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ (July Uprising 2024)-এ আহত বা শহীদদের পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
ভর্তির জন্য নির্ধারিত কোটার সুবিধা পেতে হলে আবেদনকারীদের যথাযথ প্রমাণপত্র দাখিল করতে হবে। প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (Ministry of Liberation War Affairs) থেকে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ (July Uprising 2024)-এ শহীদদের গেজেটের সত্যায়িত অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়া, ভর্তির সময় মূল নথিপত্র উপস্থাপন করতে হবে।
ভর্তি প্রক্রিয়া ও আসন বরাদ্দ
প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনার সময় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ (July Uprising 2024)-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আবেদন যাচাই-বাছাই করে যথাযথভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। যদি সংরক্ষিত কোটায় উল্লেখিত ক্যাটাগরির কোনো শিক্ষার্থী না পাওয়া যায়, তাহলে মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।