অন্তর্বর্তী সরকারের কাঠামো সম্প্রসারিত হচ্ছে। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন চৌধুরী রফিকুল (সি আর) আবরার (Chowdhury Rafiqul (C.R.) Abrar), যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক।
শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আগামীকাল (বুধবার) অধ্যাপক সি আর আবরার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। সকাল ১১টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষা ও পেশাগত জীবন
অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের পর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় (University of Sussex) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় (Griffith University) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন এবং মানবাধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। বিশেষত, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক এবং রোহিঙ্গা সংকট নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা ও নীতিগত সুপারিশ প্রদান করেছেন।
মানবাধিকার ও রাজনৈতিক অবস্থান
অধ্যাপক সি আর আবরার বরাবরই মানবাধিকার বিষয়ে সোচ্চার ছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছেন। একইসঙ্গে, আওয়ামী লীগ (Awami League) সরকারের আমলে গুম, খুন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বিরোধিতা করে আসছেন।
সর্বশেষ, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও সমালোচনা করেন।
লেখালেখি ও গবেষণা
অধ্যাপনা ও অধিকারকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি লেখালেখিতেও বিশেষ দক্ষতা রয়েছে সি আর আবরারের। দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও গবেষণা জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে। তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ওয়েস্ট ভিউ প্রেস (Westview Press), ম্যাকমিলান ইন্ডিয়া (Macmillan India) এবং আর্থস্ক্যান (Earthscan)-এর বিভিন্ন সংকলনে।