জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) দাবি করেছেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী (Saber Hossain Chowdhury), সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী (Shirin Sharmin Chowdhury) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস (Sheikh Fazle Noor Taposh) কে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (Awami League) কে পুনর্বাসনের চেষ্টা চলছে।
ফেসবুক পোস্টে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ ষড়যন্ত্রের অভিযোগ
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বিষয়টিকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, এই পরিকল্পনা ক্যান্টনমেন্ট থেকে করা হচ্ছে।
তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাত থেকেই এটি ‘টক অব দ্য কান্ট্রি’ পরিণত হয়েছে।
খালেদ মুহিউদ্দিনের প্রতিক্রিয়া
এ প্রসঙ্গে জনপ্রিয় সংবাদ উপস্থাপক খালেদ মুহিউদ্দিন (Khaled Muhiuddin) তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তিনি লেখেন,
“হাসনাত আব্দুল্লাহ যে সাহস দেখিয়েছেন, যে প্রলোভন অগ্রাহ্য করেছেন, সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তার পাশে ছাত্র-জনতাকে দাঁড়াতে হবে।”
আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিতর্ক
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠতে থাকে। তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা ও বিভিন্ন রাজনৈতিক দল।
চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ (Chhatra League) গত বছরের অক্টোবর মাসে নিষিদ্ধ করা হয়।