ট্রাইব্যুনালে আনা হলো সেই ৬ লা*শ পোড়ানো পুলিশের মালেক-মুকুলকে

আশুলিয়া (Ashulia) এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং পরে ছয়টি লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal)–এ হাজির করা হয়েছে।

আজ বুধবার সকালে মামলার আসামি এসআই মালেক (Malek) ও কনস্টেবল মুকুল (Mukul)–কে ট্রাইব্যুনালে হাজির করে প্রসিকিউশন।

ঘটনার পটভূমি:
গত বছরের ১১ সেপ্টেম্বর ছয়টি লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় প্রসিকিউশন দুটি অভিযোগ দাখিল করে। এরপর মামলার প্রক্রিয়া শুরু হলে গত ২৪ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম (Saiful Islam)সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অন্যান্য আসামিরা:
যদিও এমপি সাইফুল ইসলাম এখনও পলাতক রয়েছেন, তবে অন্যান্য আসামিদের মধ্যে ঢাকা (Dhaka) জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী (Mohammad Abdullahil Kafi), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম (Mohammad Shahidul Islam), তৎকালীন ওসি এ এফ এম সায়েদ (A F M Sayed), ডিবি (DB) পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন (Mohammad Arafat Hossain), এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউশনের বক্তব্য:
মামলায় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম (Gazi M H Tamim) জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে তারা পেয়েছেন। তিনি বলেন, আজ ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য স্বল্প সময় চাইবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *