২০২০ সালের অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation) নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে বিএনপি (BNP) নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা (Sadeque Hossain Khoka)–র ছেলে ইশরাক হোসেন (Ishraque Hossain)–কে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত।
আদালতের রায়
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম (Md. Nurul Islam) এই রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায়ের পর তিনি আদালতের ভেতরেই বিজয় মিছিল করেন।
মামলার পটভূমি
ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়। তার ভাষ্যমতে, নির্বাচনী প্রচারকালে ইশরাকের গাড়িবহরে হামলা, ইভিএমে ভোট জালিয়াতি, ভোটারদের বাধা দেওয়াসহ এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। এসব বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও নির্বাচন কমিশন (Election Commission) কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এরপর ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন ইশরাক। মামলায় তিনি দাবি করেন, এ নির্বাচনে নানা অনিয়ম সত্ত্বেও শেখ ফজলে নূর তাপস (Sheikh Fazle Noor Taposh)–কে মেয়র হিসেবে ঘোষণা করা হয়, যা অবৈধ।
অনিয়মের অভিযোগ
মামলার আরজিতে বলা হয়, নির্বাচনের আগে ২০২০ সালের ৫ জানুয়ারি শেখ ফজলে নূর তাপস নির্বাচনী আইন লঙ্ঘন করে রঙিন পোস্টার ব্যবহার করেন। এ বিষয়ে ইশরাক নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলেন। ১২ জানুয়ারি আওয়ামী লীগ (Awami League) ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইশরাকের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং তার প্রচারে ব্যবহৃত মাইক ভাঙচুর করেন।
এছাড়া নির্বাচন-দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)–র কার্জন হল (Curzon Hall)সহ বিভিন্ন কেন্দ্র থেকে ইশরাকের এজেন্টদের বের করে দেওয়া হয়। এসব অনিয়মের প্রমাণ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
নির্বাচনী ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানি শেষে ইশরাক হোসেনের পক্ষে রায় দেন এবং তাকে বৈধ মেয়র ঘোষণা করেন।