ভারতকে ঘিরে ফেলতে বাংলাদেশ এখন চীনকে আমন্ত্রণ জানাচ্ছে: কংগ্রেস নেতা

বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস (Congress) দলের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কংগ্রেস নেতার উদ্বেগ

এক্সে শেয়ার করা পোস্টে পবন খেরা বলেন, ‘বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর-পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। সরকার মণিপুর (Manipur)-এর যত্ন নিচ্ছে না এবং চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।’

ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর ও বিতর্ক

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) সম্প্রতি চীন সফর করেন। সেখানে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড (স্থলবেষ্টিত)। সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।’

ভারতের প্রতিক্রিয়া

ড. ইউনূসের এই মন্তব্য ভারতের নীতিনির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *