এবার জামায়াত নেতা ড. মাসুদের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

একটি টকশোতে জামায়াত নেতা ড. মু. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা (Rumeen Farhana)। চ্যানেল আই-এর “৩০০ সেকেন্ডের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে” অনুষ্ঠানের ১৯ মিনিট ৪০ সেকেন্ডে উপস্থাপক দীপ্তি চৌধুরী আমন্ত্রিত অতিথিদের নিয়ে নির্বাচনী ক্যম্পেইনের একটি উদ্যোগ নেন। এ সময় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “ভাইসব! আগামীর রাজনীতি নতুন রাজনীতি। আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী , পিএইচডি ডিগ্রীধারী, আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন। জয়যুক্ত করবেন। এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। “

রুমিন ফারহানার এই বক্তব্যের সময় টকশোতে উপস্থিত অতিথিরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পরবর্তীতে ড. শফিকুল ইসলাম মাসুদ (Shafiqul Islam Masud) বলেন, “আমার বিজয় এবার আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ।”

টকশোতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন এবং বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *