ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (University of Dhaka) নববর্ষের র্যালিকে কেন্দ্র করে এবার তৈরি করছে ‘পতিত স্বৈরাচারের প্রতিকৃতি’। বাঁশ দিয়ে নির্মিত এই ত্রিমাত্রিক প্রতিকৃতি ফুটিয়ে তুলবে স্বৈরাচারবিরোধী বার্তা। মঙ্গলবার (৮ এপ্রিল) চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রতিকৃতি তৈরিতে ব্যস্ত দেখা যায়।
নববর্ষের প্রতিপাদ্য ও প্রদর্শনীর আয়োজন
প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান জানান, এবারের নববর্ষের প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্য সামনে রেখেই তৈরি করা হচ্ছে প্রদর্শনীগুলো। তিনি বলেন, “এবারের ত্রিমাত্রিক প্রদর্শনীতে থাকছে স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে-ভাতে বাঙালির প্রতীক হিসেবে ইলিশ মাছের অবয়ব।”
এই আয়োজনটি শুধু শিল্পের প্রদর্শনী নয়, বরং এটি হবে একটি স্থাপনা শিল্পের সমন্বিত উপস্থাপনা, যেখানে থাকবে দর্শক, শিল্পমঞ্চ ও শিল্পকর্মের সংমিশ্রণ। এসবই প্রদর্শিত হবে পয়লা বৈশাখের বর্ণাঢ্য র্যালিতে।
আন্দোলনের ধারাবাহিকতায় চারুকলার বার্তা
ভাস্কর মাহমুদুল হাসান বলেন, “ভাষা আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন, স্বাধিকার আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে শিল্পীরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে অংশগ্রহণ করেছে। এবারের প্রদর্শনী সেই ধারাবাহিকতায় করা হচ্ছে।”
তিনি আরও জানান, ১২ এপ্রিলের মধ্যেই প্রতিকৃতি ও অন্যান্য শিল্পকর্ম প্রস্তুত শেষ হয়ে যাবে।