ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার (Md. Anwarul Islam Sarkar)। বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ ১৮ বছর পূর্ণ করবেন, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে বর্তমান আইনে পরিবর্তন আনতে হবে বলে জানান নির্বাচন কমিশনার। তাঁর ভাষায়, “এই প্রক্রিয়াটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো নেয়া হচ্ছে।”
নির্বাচনের উপযোগী কি না—এই প্রশ্নে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী মন্তব্য করেন ইসি আনোয়ারুল। তিনি বলেন, “আমি কয়েকটি জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা আরও ভালো করবে। আগের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।”
ভোটার তালিকা নিয়েও কমিশনের অগ্রগতি উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পরিপূর্ণ ও বিশুদ্ধ ভোটার তালিকা জরুরি। আমরা ঘরে ঘরে গিয়ে হালনাগাদ করেছি, এবং এতে আমরা সন্তুষ্ট।”
নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা। বাস্তবে দেখা গেছে, বাদ পড়া ভোটারদের মধ্যে ৪৩ লাখের বেশি পুনঃনিবন্ধিত হয়েছেন এবং নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার জন। সব মিলিয়ে মোট ৬৩ লাখ ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
চূড়ান্ত ভোটার তালিকা জুন মাসের মধ্যেই হাতে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসি আনোয়ারুল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যেন তফসিল ঘোষণার আগেই ১৮ বছর পূর্ণ করা তরুণরা ভোটার তালিকায় যুক্ত হতে পারেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
নির্বাচনের প্রস্তুতি ও ভোটার অন্তর্ভুক্তির এমন উদ্যোগকে কমিশন ‘অভূতপূর্ব’ বলে দাবি করছে। বিশেষ করে নতুন ভোটার অন্তর্ভুক্তিতে আইনি সংশোধনের বিষয়টি দেশের নির্বাচনী ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।