প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি

সংবিধান ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করা গেলে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের আগেই আয়োজন করা সম্ভব—এমন মত দিয়েছে বিএনপি (BNP)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১৬ এপ্রিল) এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)।

গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে আয়োজিত এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তবে যদি একমাসের মধ্যে সংস্কার সম্পন্ন করা যায়, তাহলে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য থাকবে, সেগুলো নিয়েই সংস্কার হবে।”

তিনি আরও জানান, “আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি তা অনেকটাই ঐকমত্যের ভিত্তিতে তৈরি। সেক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করতে এক মাসের বেশি লাগার কথা না।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অর্থনৈতিক নীতিমালার বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “তারা জানতে চেয়েছে, বিএনপির অর্থনৈতিক পলিসি কী হবে। আমরা তাদের জানিয়েছি—আমাদের আমলেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু হয়েছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা সংস্কার করবো—তাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছি।”

এর আগে দুপুরে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami Bangladesh) সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে জামায়াত আমির শফিকুর রহমান জানান, তারা আশা করছেন, আগামী সংসদ নির্বাচন রমজানের আগেই—অর্থাৎ মধ্য ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমীর খসরু বলেন, “নভেম্বর বা ডিসেম্বর—তারিখ আসল বিষয় নয়। বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকার থেকে একটি গণতান্ত্রিক সরকারে দ্রুত ফিরে যাওয়া দরকার। সেটা করতে কত সময় লাগবে সেটাই এখন মুখ্য।”

এর আগে বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা জানতে চায় বিএনপি।

তবে নির্দিষ্ট কোনো তারিখ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের কোনো নির্দিষ্ট ডেটলাইন দেননি। তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। আমরা এতে একেবারেই সন্তুষ্ট না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *