প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib), জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal) কেন্দ্রীয় সংসদের সভাপতি।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে রাকিব এ তথ্য জানান। পারভেজ হত্যাকাণ্ডকে “পরিকল্পিত” দাবি করে রাকিব বলেন, “সিসিটিভি ফুটেজে বনানী থানা ছাত্রদলের সুবহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজীর উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে।” তিনি এই ঘটনাকে একটি ঘৃণ্য ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেন এবং দায়ীদের দ্রুত বিচার দাবি করেন।
ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, শুধু ন্যায়বিচার নয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও এখন জরুরি। একপাক্ষিক আচরণ বন্ধ করে সকল রাজনৈতিক সংগঠনের জন্য সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাকিব বলেন, “কোনো পক্ষপাতমূলক আচরণ যেন না থাকে।”
এসময় রাকিব ছাত্রলীগের ‘পুনর্বাসন’ এবং ‘নতুন নামে পুরনো ফ্যাসিবাদ’ চালানোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের নামে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা এখন রক্ষিবাহিনীর মতো ক্যাম্পাসে দখলদারিত্ব করছে।”
রাকিবুল ইসলাম অভিযোগ করেন, “ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। যেখানে তারা সভা-সমাবেশ করতে চায়, সেখানে আগেভাগেই উপস্থিত হয়ে বৈষম্যবিরোধীরা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।”
তাঁর দাবি, এসব অপকর্মের পেছনে সরকারের পরোক্ষ প্রশ্রয় রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।