দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নতুন করে ১২ সদস্যের একটি ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২০ এপ্রিল) এই কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনের মাধ্যমে।
কমিটি গঠনের লক্ষ্যে পাঠানো এক চিঠিতে বলা হয়, এনসিপির অভ্যন্তরে সদস্যদের শৃঙ্খলা রক্ষা ও দলের নীতিমালার বাইরে কোনো আচরণ করলে তা তদন্তের প্রয়োজন দেখা দিলে, সেই কার্যক্রম তদারকি করবে এই ‘শৃঙ্খলা কমিটি’। উল্লেখযোগ্য যে, সম্প্রতি দলটির ভেতরে কিছু সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, যা দলীয় নীতির পরিপন্থী বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতেই এই কমিটি গঠনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
**কমিটির প্রধান
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন
কমিটির সদস্যরা:
১. ডা. তাজনুভা জাবীন
২. অর্পিতা শ্যামা দেব
৩. অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
৪. মীর আরশাদুল হক
৫. ফারহাদ আলম ভূঁইয়া
৬. অ্যাডভোকেট আলী নাছের খান
৭. আকরাম হোসেন (রাজ)
৮. আরমান হোসাইন
৯. মো. আব্দুল্লাহ আল ফয়সাল
১০. সানাউল্লাহ খান
১১. সাইয়েদ জামিল
দলীয় সূত্র মতে, এই কমিটি শুধু অভিযোগ তদন্ত নয়, বরং সদস্যদের আচরণগত দিকনির্দেশনা প্রদান ও প্রয়োজনে দল থেকে বহিষ্কারের সুপারিশ করতেও সক্ষম হবে। কমিটির অধিকাংশ সদস্যই আইনি বা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত, যাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার প্রত্যাশা করছে এনসিপি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি নতুন উদীয়মান দলের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ দলটির ভবিষ্যৎ কৌশলের অংশ হতে পারে, যেখানে দলীয় শৃঙ্খলা ও নীতির ওপর গুরুত্বারোপ করা হবে।