শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের রাজনীতিতে যেন নতুন প্রাণ ফিরে এসেছে। একের পর এক আত্মপ্রকাশ করছে নতুন নতুন রাজনৈতিক দল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম সম্প্রতি উপদেষ্টার পদ ছেড়ে প্রতিষ্ঠা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু নাহিদ নন, গত আট মাসে দেশে রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনেরও বেশি বেড়েছে।
এমন টালমাটাল পরিস্থিতিতে দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বরাও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র নতুন দলে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
তবে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টার পদ থেকেও পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেইনি।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে জনগণের মধ্যে আমাদের প্রতি একটি বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এখনো কোন রাজনৈতিক দলে যুক্ত হব কি না, সে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।”
আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান, “এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি। যদি রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে নিজের জন্য সেরা বিকল্পটাই বেছে নেব। আর সেটা যে অবশ্যই এনসিপি হতে হবে, এমনও নয়।”
তাঁর এই বক্তব্য নতুন রাজনৈতিক দলের উত্থান পর্বে একটি সতর্ক বার্তা হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। আসিফ মাহমুদের সিদ্ধান্ত যে আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, সে বিষয়ে সংশয় কম।