বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া তথ্য বিকৃতি ও অপপ্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য। বুধবার (৩০ এপ্রিল) লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (All-Party Parliamentary Group for Bangladesh)–এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভাটির আয়োজন করেন গ্রুপটির চেয়ারপার্সন আপসানা বেগম (Apsana Begum), যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম (Abida Islam)।
এই বৈঠকে হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য পর্যবেক্ষণের সুযোগ সহজতর করা হয়েছে।”
সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার তুলে ধরে হাইকমিশনার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার আইন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
সভায় উপস্থিত এমপিরা বাংলাদেশ নিয়ে ভুল তথ্য এবং অতিরঞ্জিত অভিযোগের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
সাম্প্রতিক গণআন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে হাইকমিশনার জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা (Rohingya) নাগরিকের মানবিক সহায়তা নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবাসন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক সহায়তা এখন জরুরি হয়ে পড়েছে।
সভায় যুক্তরাজ্যে কনস্যুলার সেবা শুধু লন্ডন নয়, বাইরের শহরগুলোতেও বিস্তারের আহ্বান জানান ব্রিটিশ এমপিরা। তারা হাইকমিশনের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় হাইকমিশনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ এবং আমান্ডা মার্টিন।