জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি (Nazmun Munira Nancy) নিয়মিত নতুন গান ও স্টেজ শো নিয়ে সরব থাকলেও এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক প্রসঙ্গে। বুধবার সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তার গান পরিবেশনের কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান এই শিল্পী।
ন্যানসি বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরে বলেন, “আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা ছিল। কিন্তু গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তের কারণ হিসেবে আয়োজকেরা ন্যানসিকে জানিয়েছেন, বুয়েট ক্লাবের সভাপতির পদপ্রার্থী তাদের জানিয়েছেন যে শিল্পীদের নাম দেখে রাজনৈতিক দুইটি গ্রুপের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। তারা জানায়, কোনো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিলে তাদের একটি পক্ষ অনুষ্ঠান বয়কট করবে। এই সিদ্ধান্তের কথা ন্যানসিকে জানানো হয় হোয়াটসঅ্যাপে একটি মেসেজের মাধ্যমে।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ন্যানসি বলেন, “বুয়েট ক্লাবের সদস্যরা হঠাৎ করেই কীভাবে আমার রাজনৈতিক পরিচয় আবিষ্কার করলেন? আমি কি যেচে ওই অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলাম, না কি আপনারাই আমন্ত্রণ জানিয়েছিলেন? কোনো সম্মানী প্রদান না করেই এভাবে বাদ দেওয়া কি প্রফেশনাল আচরণ?”
তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিচয় থাকলেই কি একজন শিল্পীকে এমন অসম্মানজনকভাবে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া যায়? প্রোফেশনাল জগতে এমন ব্যবহারের কি কোনো গ্রহণযোগ্যতা আছে?”
সবশেষে শিল্পী অনুরোধ করেন, অনুষ্ঠান বাতিল হলেও তার সম্মানী যেন দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। তিনি জানান, আয়োজকেরা তার নামে একটি প্রমো ভিডিও তৈরি করেছিলেন, যেখানে তাকে “মেলোডি কুইন” বলা হয়েছে। এই ভিডিও প্রসঙ্গ টেনে ন্যানসির মন্তব্য, “আপনারা পারেনও বটে!”
ঘটনাটি ঘিরে নেটদুনিয়ায় ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনো শিল্পীর মতাদর্শকে কেন্দ্র করে তাকে একেবারে বাদ দেওয়া কতটা যৌক্তিক?