আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ (Barrister Turin Afroz)-এর পিএইচডি ডিগ্রি ভুয়া বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (University of New South Wales)।
রোববার (৪ মে) সকালে এই বিষয়ে প্রাপ্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। বিশ্ববিদ্যালয়টি এক ইমেইলের মাধ্যমে স্পষ্ট জানায়—তুরিন আফরোজ তাদের কোনো শিক্ষার্থী ছিলেন না এবং তার নামে কোনো পিএইচডি ডিগ্রি তারা প্রদান করেনি।
রাষ্ট্রপক্ষ জানায়, তুরিন আফরোজের শিক্ষাগত নথি যাচাই করতে ইউএনএসডব্লিউ-তে চিঠি পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাদের রেকর্ডে তুরিনের কোনো তথ্য নেই এবং এই নামে কেউ পিএইচডি সম্পন্ন করেননি।
এর আগে, ১৩ মার্চ আপিল বিভাগের এক শুনানিতে তুরিন আফরোজের ক্ষমতার অপব্যবহার সম্পর্কেও গুরুতর অভিযোগ তোলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক (Barrister Aneek R Haque)। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে নিজের মাকে মুহূর্তের মধ্যে উত্তরার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এ ঘটনায় আদালতের কাছে সেই মায়ের উত্তরার বাড়িতে থাকার অনুমতি চাওয়া হয়।
এই প্রেক্ষাপটে, ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট উত্তরার পাঁচতলা বাড়ি নিয়ে বিচারিক আদালতের ‘স্থিতাবস্থার আদেশ’ বাতিল করে দেন। এতে করে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের সেখানে বসবাসে আর কোনো আইনগত বাধা থাকল না।
বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন, যা তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক অভিযোগকে আরও দৃঢ় ভিত্তি দেয়।